ছাত্রলীগকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে বললেন এমপি শিবলী
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ছাত্রলীগের সব ইউনিটের নেতা-কর্মীদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের তাগিদ দিয়েছেন।
সোমবার (২৫ জুলাই) দুপুর ২টায় উপজেলার দলার দরগা আল জামিয়া ইসলামিয়া ও এতিমখানা মাদরাসা পরিদর্শন শেষে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগকে তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা দেন এতিমখানা মাদরাসায়।
বিজ্ঞাপন
শিবলী সাদিক বলেন, ছাত্রলীগকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হতে হবে। এ লক্ষ্যে সর্বপ্রথম প্রতিটি ইউনিটের সভাপতি ও সম্পাদকদের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানাই। তাদের দেখে বাকি নেতা-কর্মীরাও উৎসাহী হয়ে নামাজ আদায় করবে এবং সব মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখবে।
এর আগে শিবলী সাদিক উপজেলার শেরনগর পূর্বপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইকাজের উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
ইমরান আলী সোহাগ/এনএ