কক্সবাজারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
কক্সবাজারের টেকনাফে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুর রহিম এ রায় দেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হুদা রায়ের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নুরুল আলম, হেলাল উদ্দীন ও মমতাজ মিয়া। তাদের বাড়ি টেকনাফের হ্নীলায়।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে টেকনাফের দক্ষিণ লেদা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ৯ বছরের এক শিশু। সেই মামলায় নুরুল আলম, হেলাল উদ্দীন ও মমতাজ মিয়াকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় দেন বিচারক।
সাইদুল ফরহাদ/আরএআর