গাইবান্ধার সাঘাটায় আদেশ অমান্য করে সিলগালা করা ইটভাটা পুনরায় চালু করায় দুই ম্যানেজারকে এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে দুইজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার মতরপাড়া এলাকার এমবি ব্রিকস নামে একটি ইটভাটায় এ অভিযান চালানো হয়। 

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন। এ সময় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রাকিব হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সাঘাটা উপজেলার জাদুরতেইর গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) এবং একই উপজেলার বোনারপাড়া গ্রামের ভীম কুমার সরকারে ছেলে জীবন কুমার সরকার (২৭)। তারা দুইজন ওই ভাটায় ম্যানেজার হিসেবে কাজ করেন। 

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে জাদুরতেইর এলাকায় অবস্থিত এমবি ব্রিকস নামে ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। এমন খবরে গত দুই সপ্তাহ আগে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় ভাটার মালিক রেজিস্ট্রেশন, পরিবেশ অধিদপ্তরের সনদ ও ফায়ার সার্ভিসের অনুমতিপত্রসহ কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় সেটি সিলগালা করে ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

দুই সপ্তাহ পর আজ (মঙ্গলবার) নির্দেশনা অমান্য করে পুনরায় ভাটার কার্যক্রম শুরু করা হয়। খবর পেয়ে বিকেলে সেখানে অভিযান চালিয়ে দুই ম্যানেজারকে আটক করা হয়। পরে নিজের দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাদের দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রিপন আকন্দ/আরআই