কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকদের হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল। গতকাল বুধবার (২৭ জুলাই) রাতে রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ওই পোস্ট করেন। 

একই দিন জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার। এই বিষয়টিকে কেন্দ্র করে লোকমান হোসেন রুবেল সাংবাদিকদের হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন।

পোস্টে জনৈক ব্যক্তির টাকা গোনার ছবি পোস্ট করে রুবেল লিখেন, জহিরুল ইসলাম মজু: ওরফে লতর আলীর ছেলে, ফারুক মজু-জালাল মজু: আপন চাচাতো ভাই। কিছু হলুদ সাংবাদিককে কত টাকা দিয়েছেন আর কত টাকা দিতে হবে তার হিসাব করছেন। ষড়যন্ত্রমূলক বিতর্কিত সংবাদ সম্মেলন প্রকৃত সাংবাদিকদের প্রশ্নের মুখে পণ্ড হয়ে যায়। অর্থাৎ টাকা দিয়ে সাংবাদিক সম্মেলন, ষড়যন্ত্রমূলক সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা জানাই। 

ওই লেখা পোস্ট করার পর ফুঁসে ওঠেছেন কুমিল্লার সাংবাদিক সমাজ। রুবেলের ওই পোস্টের কমেন্টে গিয়ে কুমিল্লায় কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক প্রতিবাদ জানান। দৈনিক রূপসী বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার ফারুক আজম, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার রুবেল মজুমদার, ভোরের কলাম পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজ বাবুসহ বেশ কয়েকজন সাংবাদিক এ পোস্টে প্রতিবাদী মন্তব্য লিখেন।

পোস্টের বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল ঢাকা পোস্টকে বলেন, এটা আমার ভুল হয়েছে। আমি পোস্ট এডিট করে দিয়েছি পরে। 

এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ঢাকা পোস্টকে বলেন, দেশের যেকোনো নাগরিক যদি তার জীবনের শঙ্কা প্রকাশ করে সাংবাদিকদের কাছে সহযোগিতা চান তবে সাংবাদিকেরা তাকে সহযোগিতা করবেন এটাই স্বাভাবিক। সাংবাদিকরা যেহেতু লাস্ট স্টেপ, সেহেতু যে কেউ তার জীবনের নিরাপত্তা চাইতেই পারেন, ওই নিরাপত্তা চাওয়ার খবর প্রকাশ করা হলুদ সাংবাদিকতার পর্যায়ে কোনোভাবেই পড়ে না। আমি সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করব। 

প্রসঙ্গত, সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চেয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত থেকে ভুক্তভোগী ওই চেয়ারম্যানের বক্তব্য শোনেন। পরে তার বক্তব্য তুলে ধরে স্ব স্ব গণমাধ্যমে খবর প্রকাশ করেন। ওই খবর প্রকাশ করায় সাংবাদিকদের হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে ওই পোস্ট করেন সাবেক এই ছাত্র নেতা।

এমএএস