রাস্তায় সন্তান প্রসবের ঘটনায় তদন্ত কমিটি
সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসবের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বরগুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (২৭ জুলাই) কমিটি গঠন করা হলেও আজ থেকে তদন্তের কার্যক্রম শুরু করেছে কমিটির সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার রাতে এক প্রসূতি রাস্তায় সন্তান প্রসবের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুজন মেডিকেল অফিসারের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। তারা তদন্ত করে আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এরপর আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ জুলাই) সকালে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয় এক প্রসূতি। ওইদিনই সন্ধ্যার পর তার প্রসববেদনা শুরু হয়। প্রসববেদনা নিয়ে রাত পর্যন্ত তিনি হাসপাতালে বসেই কাতরাচ্ছিলেন। ওই সময় বরগুনা সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক-নার্সরা তাকে বরগুনা পৌরসভার বটতলা এলাকার আলরাজি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে বলেন। তাৎক্ষণিক তাকে আল রাজি ক্লিনিকে নিয়ে যায় স্বজনরা।
সেখানে ডাক্তার না থাকায় চিকিৎসা হয় না তার। এরপর আরও একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানেও চিকিৎসা হয় না। পরে অন্য একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় সন্তান প্রসব করেন প্রসূতি। এ সময় তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নবজাতক ও মা দুজনই সুস্থ আছেন।
বিজ্ঞাপন
খান নাঈম/এসপি