কক্সবাজার বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ট্রাকে আগুন
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকের সামনে বিটুমিনবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার শহরের বিমানবন্দরে সংলগ্ন পিডি বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৮ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বিমানবন্দরের প্রধান ফটক সংলগ্ন পিডি বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে থাকা রাস্তার কাজে ব্যবহৃত ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। পরবর্তীতে ট্রাকটির পাশে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনে ছড়িয়ে পরে আগুন। এভিয়েশনের নিজস্ব ফায়ার সার্ভিসে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার সোয়াব জানান, ধারণা করা হচ্ছে ট্রাকে থাকা বিটুমিন অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
সাইদুল ফরহাদ/ওএফ