যশোরে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
যশোর রেলস্টেশনে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা খুলনা সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বিষয়টি যশোর স্টেশন মাস্টার আয়নাল হক ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেসের ইঞ্জিন ট্রান্সফার করে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া বগিটি বাদে বাকি বগিগুলো লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী পিএসআইকে-৪০ নামের তেলবাহী ট্রেনটি স্টেশন প্রবেশের মুহূর্তে বিকট আওয়াজ হয়। এ সময় চলন্ত ট্রেনের ৩৪টি বগির মধ্যে ৩১ নম্বর বগিটি লাইনচ্যুত হয়ে ট্রেনটি থেমে যায় এবং চাকায় আগুন ধরে যায়। মেইন লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটায় খুলনা থেকে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেল যোগাযোগ সচল করতে ও লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ শুরু করে যশোর স্টেশন কর্তৃপক্ষ। তিন ঘণ্টা পর রাত ৯টা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
অপু/ওএফ
বিজ্ঞাপন