শরীয়তপুরের জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে শরীয়তপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ।

রোববার (৭ জুলাই) দুপুর ২টার দিকে এই অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী।

এ সময় জেলার মনোহর মোড় এলাকার হাজী আ. জলিল ফিলিং স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকার গ্লোরী ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সুজন কাজী বলেন, ভোক্তারা সঠিকভাবে তাদের পণ্য পাবে, তা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করি। আজ দুটি ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করার একাধিক মেশিনে ক্ষেত্রভেদে প্রতি ৫ লিটারে ৮০ থেকে ১৮০ মিলিলিটার কম দিচ্ছে, তার প্রমাণ মেলে।

তাই ফিলিং স্টেশনকে ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করি। এ সময় ভবিষ্যতের জন্য তাদের সাবধান করা হয়।

সৈয়দ মেহেদী হাসান/এনএ