লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষের ১৫ ঘণ্টা পর কালাম সাইজুদ্দিন নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাল্কহেডের মিস্ত্রি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ আলম বলেন, দুপুর পৌনে ১২টার দিকে বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে নিখোঁজ মিস্ত্রি কালামের মরদেহ উদ্ধার করা হয়।  ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা মিলে বাল্কহেডের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করেন। বাল্কহেডের মাস্টার মিলন নিখোঁজ রয়েছেন। 

উল্লেখ্য, সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর অংশে পিরোজপুরের ভান্ডা‌রিয়া থেকে ঢাকাগামী এম‌ভি ম‌র্নিং সান-৯ লঞ্চের সঙ্গে ইফ‌তি+রিজ‌ভী নামক বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে বাল্কহেড‌টি নদীতে নিমজ্জিত হয় ও লঞ্চের তলা ফেটে যায়। সে সময় বাল্কহেডের দুইজন নিখোঁজের ঘটনা ঘটে। পরে তলা মেরামত করে লঞ্চটি ভোর ৫টার দিকে ঘটনাস্থল ত্যাগ করে। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর