পার্বত্য রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার ব‌লে‌ছেন, বাংলা‌দেশ শ্রীলঙ্কার মতো হ‌চ্ছে না। শ্রীলঙ্কার মেগা প্রজেক্টগু‌লোর মতো বাংলা‌দেশের মেগা প্রজেক্টগুলো মুখ থুবড়ে পড়‌বে না। পদ্মা সেতু চালু হওয়ায় সারাদে‌শের যোগা‌যোগ ব্যবস্থার ব্যাপক উন্ন‌তি হ‌য়ে‌ছে। কর্ণফু‌লী টানেলও বাংলা‌দে‌শের অর্থনীতে বড় ভূ‌মিকা রাখ‌বে।

তিনি বলেন, যারা বলেন মেগা প্রজেক্টের দরকার নেই, যারা আমাদেরকে হুমকি দেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের জন্য বলতে চাই, ২০২২ সালের গত জুলাই মাসে আমরা রপ্তানি করেছি তিনশ আটানব্বই কোটি ডলারের পরিমাণ যেটা প্রায় সাইত্রিশ হাজার লক্ষ কোটি টাকার সমান। আমাদের প্রবাসী আয় থেকে এসেছে দুইশ নয় কোটি ডলার। সুতরাং বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে না।

দীপংকর তালুকদার বলেন, আজ জাতির জনকের মাজার জিয়ারত করার পর অন্যরকম একটু সাহস পাচ্ছি। অনুপ্রাণিত বোধ করছি। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখছিলেন তা বাস্তবায়ন করতে পারব।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপু‌রে টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধি‌তে দলীয় নেতাকর্মী‌দের স‌ঙ্গে নি‌য়ে শ্রদ্ধা জানা‌নো শে‌ষে তি‌নি এসব মন্তব্য করেন। 

এর আগে দুপু‌রে তি‌নি জা‌তির পিতার সমা‌ধি‌তে শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রে নিজ নিজ ধর্ম অনুসারে বি‌শেষ প্রার্থনা ক‌রেন নেতাকর্মীরা।

এ সময় রাঙ্গামা‌টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর, জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ প্রায় ৭ শতা‌ধিক নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

এমএএস