শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অহিদ খাঁ (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। এ ঘটনায় পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরের দিকে সদর উপজেলার চিকন্দি ইউনিয়নে এই সংঘর্ষ হয়। নিহত অহিদ খা চিকন্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রমিজ খাঁর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাবেক যুবলীগ নেতা মুদাচ্ছের খানের সঙ্গে চিকন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আক্তারউজ্জামান খান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহান হোসেন খানের সমর্থকের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষও হয়েছে। 

আজ মঙ্গলবার চিকন্দি আবুরা ব্রিজ এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অহিদ খান (৪০) গুরুতর আহত হলে তাকে হাসপাতাল নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

অ্যাডভোকেট আক্তারউজ্জামান খান বলেন, আমি নির্বাচন করেছিলাম, ফেল করছি। আমি কোনো গ্রুপিং-টুরুপিংয়ের মধ্যে নেই। সমানে আমার মেয়ের বিয়ে। আমি সবাইকে দাওয়াত দিয়েছি। কী কারণে সংঘর্ষ তা আমি যায়নি না।

মুদাচ্ছের খানকে বেশ কয়েকবার ফোন দিলেও তাদের পাওয়া যায়নি।

পালং থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন মুঠোফোনে ঢাকা পোস্ট বলেন, দুই গ্রুপের সংঘর্ষে অহিদ খান নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ইদ্রিস খা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

সৈয়দ মেহেদী হাসান/আরআই