ছেলের জন্য ওষুধ আনতে গিয়ে ২ দিনেও ফেরেননি ব্যবসায়ী
নিখোঁজ সৈয়দ মো.আবুল বরকত
ছেলের জন্য ওষুধ কিনতে গিয়ে দুই দিনেও ঘরে ফেরেননি এক ব্যবসায়ী। সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবারটি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ৫২৩।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি বলেন, পরিবার থেকে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধ্যানে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সন্ধ্যান পাওয়া যাবে।
বিজ্ঞাপন
নিখোঁজ ওই ব্যক্তির নাম সৈয়দ মো. আবুল বরকত (৪৫)। তিনি ১৩ নং ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দার সিঅ্যান্ডবি পুল সংলগ্ন এলাকার মিরা বাড়ির বাসিন্দা। নিখোঁজ আবুল বরকতের পিতা সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্লা বরিশালের সুনামধন্য আইনজীবী।
নিখোঁজের স্ত্রী জহুরা লাইজু বলেন, মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার স্বামী ছেলের জন্য ওষুধ আনার জন্য বাসা থেকে বের হন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি বাসায় ফিরে না আসায় তার মোবাইল নম্বরে কল দিই। কিন্তু বন্ধ পাই। এরপর আত্মীয়-স্বজন অনেকের কাছে খোঁজ করেও কোনো হদিস পাইনি। শেষে বুধবার থানায় জিডি করেছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা আতঙ্কের মধ্যে আছি। আমার স্বামী ব্যবসায়ী। সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে তার সঙ্গে একটি পক্ষের জমি নিয়ে বিরোধ চলছিল। আমি চাই আমার স্বামী সুস্থ-স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরে আসুক।
ডায়েরির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, আমরা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছি।
সৈয়দ মেহেদী হাসান/আরআই