ডিসির নামে মামলা করার হুমকি সেই প্রধান শিক্ষকের, ভিডিও ভাইরাল
শরীয়তপুরের ডামুড্যায় সাংবাদিককে গালিগালাজ ও হুমিক দেওয়া সেই প্রধান শিক্ষক সুজিত কর্মকার এবার জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নামে মামলা করতে চান এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (২২ আগস্ট) রাতে ১ মিনিট ৪০ সেকেন্ডে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে সুজিত কর্মকার বলছেন, ‘প্রায় শতাধিক মানুষের সামনে ডিসি আমাকে ইউএনও অফিসে অপমান করেছেন। আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব। ডিসি হইছে তাতে কী হইছে? আমি মামলা করব। ডিসির নামে মামলা করব। অপর প্রান্ত থেকে কথা আসে, কার নামে মামলা করবেন? তিনি বার বার বলেন ডিসির নামে।
বিজ্ঞাপন
তিনি বলেন, এই চাকরি না করলে কী হইব? রাতেই আমি আলাপ করেছি এমপি স্যারের সঙ্গে। এমপি স্যার যা বলবে, তার কথা মতো কাজ করব। ডিসি এই দেশের সব কিছু না কি? আমি এমপি সাহেবের সঙ্গে কথা বলব, সে যদি বলে মামলা করেন তাহলে তাই করব।
প্রসঙ্গত, শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথিকান্ত মিস্ত্রীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির বিষয় জানতে ১৬ আগস্ট বিকেলে সাংবাদিক আশিকুর রহমান হৃদয় ও শাহাদাৎ হোসেন শিক্ষক রথিকান্ত মিস্ত্রীর মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
বিজ্ঞাপন
তাই সেদিন বিকেল সাড়ে ৫টার দিকে তারা প্রধান শিক্ষক সুজিত কর্মকারের কাছে যান। কিন্তু বিষয়টি সাংবাদিকদের কাছে বলতে রাজি হননি তিনি। পরে রাতে সাংবাদিক আশিকুর রহমান হৃদয়ের মুঠোফোনে কল করেন প্রধান শিক্ষক। রিসিভ করার সঙ্গে সঙ্গে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সুজিত কর্মকার। এছাড়া দুই সাংবাদিককে মারধরের হুমকি দেন প্রধান শিক্ষক।
এদিকে সোমবার সকালে ডামুড্যা উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. পারভেজ হাসান যোগ দেন। ওই অনুষ্ঠানে তিনি প্রধান শিক্ষক সুজিত কর্মকারের কাছে সাংবাদিকদের হুমকির বিষয়ে জানতে চান। এতে চরম ক্ষুব্ধ হন প্রধান শিক্ষক।
এ বিষয়ে জানতে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের মোবাইলে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।
সৈয়দ মেহেদী হাসান/এসপি