গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় ধর্ষণের পর মোবাইলে নগ্ন ছবি ধারণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোবাইলে ধারণ করা ছবি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. রানা (৩৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুর আড়াইটার দিকে এবং ২৮ জুলাই দুপুর ১২টার দিকে অভিযুক্ত রানা তার ভাড়া বাসায় ডেকে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। ধর্ষণের পর সুকৌশলে ভিকটিমের নগ্ন ছবি মোবাইলফোনে ধারণ করে রাখেন। পরে ভিকটিম ঘটনা উল্লেখ করে কোনাবাড়ী থানায় মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন  এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিহাব খান/এসপি