৫ ঘণ্টা দেরিতে ছাড়ল নভোএয়ার
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকাগামী নভোএয়ারের ফ্লাইট (VQ962) যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৫ ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে। বুধবার (২৪ আগস্ট) সকাল ৯টায় ফ্লাটটি উড্ডয়ন করার কথা থাকলেও দুপুর ২টায় তা ছেড়ে যায়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ। তিনি বলেন, সকাল ৯টায় ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। টেকনিক্যাল সমস্যার জন্য ফ্লাইটটি যেতে পারেনি। ঢাকা থেকে বিমানের ইঞ্জিনিয়ার এসে সমস্যা সমাধানের পর দুপুর ২টার দিকে ১৩১ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিজ্ঞাপন
তবে বিষয়টি অস্বীকার করে নভোএয়ারের সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ইনচার্জ নাদিম হাসান বাপি ঢাকা পোস্টকে বলেন, টেকনিক্যাল সমস্যা নয়, কে বলেছে আপনাকে? লেট লেট অ্যারাইভাল ছিল বলে যেতে পারেনি। কতজন যাত্রী বা কত ঘণ্টা লেট হয়েছে, জিজ্ঞেস করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
এদিকে ফ্লাইট বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করে একাধিক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, যদি এত লেট হয়, তাহলে বিমানে টিকিট করলাম কেন? জরুরি যাওয়ার জন্যই তো মানুষ বিমানে টিকিট করে। এখানে অনেকের চাকরি ভাইভা বা জরুরি কাজ আছে ঢাকায়। এই দেরির কারণে নানা ঝামেলায় পড়তে হবে।
বিজ্ঞাপন
শরিফুল ইসলাম/এসপি