ময়মনসিংহে চাকা ফেটে বিটুমিনবাহী গাড়ি উল্টে গিয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ চালক শাহজাহান মিয়া (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত শাহজাহান নগরীর শম্ভুগঞ্জের দুবলারচর এলাকার রশিদপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

এর আগে, গত বুধবার সকালে নগরীর শম্ভুগঞ্জ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জেলার তারাকান্দা উপজেলার গাছতলা বাজার এলাকায় সওজের সড়ক মেরামতের কাজ চলছিল। এ জন্য শহর থেকে গরম বিটুমিন নিয়ে গাড়িটি সেখানে যাচ্ছিল। শম্ভুগঞ্জ মোড় এলাকা পর্যন্ত যেতেই গাড়িটির চাকা ফেটে উল্টে যায় এবং উত্তপ্ত পিচ থেকে আগুন ধরে যায়।

এ সময় হেলপার নেমে যেতে পারলেও চালক লাফিয়ে নামার সময় দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনায় দগ্ধ চালক বৃহস্পতিবার ভোরে ঢামেকে মারা যান। পরিবারের লোকজন কোনো ধরনের অভিযোগ না করে শাহবাগ থানায় লিখিত দিয়ে মরদেহ নিয়ে গেছেন।

উবায়দুল হক/আরআই