২৮ চালের গায়ে সুপার মিনিকেট লিখে বিক্রি
গোপালগঞ্জে আঠাশ চালের বস্তার গায়ে সুপার মিনিকেট লিখে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বাজারে অধিকমূল্যে বিক্রির দায়ে পার্থ রাইচ মিল নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদরের হরিদাসপুর এলাকার পার্থ রাইচ মিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামিম হাসান।
শামিম হাসান ঢাকা পোস্টকে জানান, সদর উপজেলার হরিদাসপুরে একটি রাইচ মিলে দীর্ঘদিন ধরে ইরি আঠাশ চাল সুপার মিনিকেট নামে মিথ্যা চটকদার বিজ্ঞাপন দিয়ে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মিল থেকে অধিক মূল্যে বিক্রি করার জন্য মজুদকৃত ১০০ বস্তা চাল ও দুইশ খালি বস্তা জব্দ করা করা হয়। নিম্নমানের চাল সুপার মিনিকেট লিখে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পার্থ রাইচ মিলের মালিক তপন বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
প্রতিষ্ঠানটির মূল্য তালিকা ও কোনো অনুমোদনপত্র ছিল না বলে জানান সহকারী পরিচালক।
বিজ্ঞাপন
অভিযানে গোপালগঞ্জ সদর থানার পুলিশের সদস্যবৃন্দ এবং ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।
এমএএস
বিজ্ঞাপন