পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাউফলের কোনাপুরা এলাকার সেকান্দার সর্দারের ছেলে মো. এলমাস সরদার (৪০) এবং নুরাইনপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান মৃধার ছেলে মো. ইলিয়াস হোসেন বাবলু (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাউফল থেকে মোটরসাইকেলযোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন এলমাস ও ইলিয়াস। পথিমধ্যে সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনের সড়ক এলাকা অতিক্রমকালে বাউফলগামী একটি মোটরসাইকেলকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। 

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিকেলে ইদ্রাকপুর মাদরাসার সামনের সড়কে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। 

আরএআর