খুলনায় ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ
খুলনা মহানগরীর ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সোমবার (২৯ আগস্ট) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস।
বিজ্ঞাপন
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার মহানগরীর শান্তিধাম মোড়, শেখপাড়া, কেডিএ এভিনিউ, টুটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ। এ সময় ১২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চারটি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
এর মধ্যে আবেদন না করে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অপরাধে শান্তিধাম ল্যাব কেয়ার কনসালটেন্ট সেন্টার এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শান্তধাম এলাকার ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, হাজী মহসিন রোডের এক্সপার্ট স্যাম্পল ডায়াগনস্টিক সেন্টার ও টুটপাড়া তালতলা এলাকার সুর্যের হাসি নেটওয়ার্ককে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদ ঢাকা পোস্টকে বলেন, সোমবার ১২টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়েছে। যার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/আরআই