ডামুড্যায় কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ
শরীয়তপুরের ডামুড্যায় সরকারি আব্দুর রাজ্জাক কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করতে পারবে তারা। বুধবার (২৪ আগস্ট) কলেজের অধ্যক্ষ মো. জহির উল্লাহ্ স্বাক্ষরিত নোটিশে এ ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, এত দ্বারা সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজে কোনো ধরনের স্মার্টফোন বা টার্চফোন ব্যবহার করা যাবে না। জরুরি প্রয়োজনে তারা বাটন মোবাইল ব্যবহার করতে পারবে।
বিজ্ঞাপন
সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মো. জহির উল্লাহ্ ঢাকা পোস্টকে বলেন, ছাত্র-ছাত্রীরা চাইলে কলেজে বাটন ফোন (ফিচার ফোন) ব্যবহার করতে পারবে। কারণ ছেলে-মেয়েরা স্মার্টফোন ব্যবহারে সতর্ক না। তারা ফোন নিয়ে শ্রেণিকক্ষের পেছনের বেঞ্চে বসে। শ্রেণিকক্ষে মনোযোগী না হয়ে ফোনে ব্যস্ত থাকে। তাই আমরা কলেজ টাইমে ফোন ব্যবহার করা যাবে না বলেছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অনেকের সক্ষমতা আছে অনেকগুলো ফোন কেনার বা ব্যবহার করার। আমরা কিন্তু কিনতে বা ব্যবহার করতে পারবে না সেটা বলিনি। আমরা বলেছি শুধু কলেজের ক্লাসের টাইমে কোনো স্মার্টফোন ব্যবহার করা যাবে না। তবে বিশেষ প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করতে পারবে।
সৈয়দ মেহেদী হাসান/এসপি