রংপুরে পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু
রংপুর মহানগরীর একটি ডোবার পানিতে ডুবে কাইয়ুম (৭) ও রেহান (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে ওই দুই শিশু মামা-ভাগনে। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় পড়ে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেখানকার সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৩১,৩২,৩৩ ওয়ার্ড) নাজমুন নাহার নাজমা।
বিজ্ঞাপন
নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, কাইয়ুম ব্রাকের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়াশোনা করছিল। তার বাবা হোলা মিয়া এবং রেহানের বাবা জামিল হোসেন পেশায় রিকশাচালক।
কাউন্সিলর নাজমুন নাহার জানান, দিনের বেলা সন্তানদের রেখে বাবা-মা দুজনই কাজে যান। সন্তানরা একা খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। বিকেলে কোথাও না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর ডোবাতে রেহানকে ভাসতে দেখে এলাকাবাসী। রেহানের মরদেহ উদ্ধারের পর একই ডোবাতে কাইয়ুমের মরদেহ খুঁজে পান তারা।
বিজ্ঞাপন
কয়েকটির বাড়ির মাঝখানে থাকা ডোবাটি অনেক ঝুকিপূর্ণ বলেও জানান এলাকাবাসী। বাড়ির পাশের এই ডোবারপাড়ে খেলতে গিয়ে মামা কাইয়ুম ও ভাগনে রেহান পানিতে ডুবে যায়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফরহাদুজ্জামান ফারুক/আরআই