নারায়ণগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৮৭১ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলায় ৭১ জনকে এজহারনামীয় আসামি  ও ৮০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমীর খসরু বলেন, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করা হয়েছে। ওই মামলায় ৭১ জন আসামির নাম উল্লেখ করে আরও ৮০০ জনকে অজ্ঞাত আসামি করে বিকেলে মামলাটি রুজু করা হয়। পুলিশ দোষীদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে ১০ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। পুলিশ গ্রেপ্তারকৃতদের ১০দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আগামি আগামী ৪ সেপ্টেম্বর রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে আদালত।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ জনকে আদালতে পাঠানো হয়। ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শুনানি রোববার অনুষ্ঠিত হবে।  

আরএআর