দৌলতদিয়ায় পদ্মায় ভাঙন, ফেরিঘাট বন্ধ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় হঠাৎ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে করে দৌলতদিয়া প্রান্তের ৫নং ফেরিঘাট বন্ধ রয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া প্রান্তের আরও দুটি ঘাট।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পদ্মার তীব্র স্রোতে এ ভাঙন শুরু হয় বলে জানায় স্থানীয়রা।
বিজ্ঞাপন
স্থানীয়রা বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে পদ্মায় তীব্র স্রোত সৃষ্টি হলে ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়। ফেরিঘাটের পল্টুনের নিচ থেকে বড় বড় চাপ ধ্বসে পড়ে নদীতে। ভাঙনের কবল থেকে ফেরিঘাট রক্ষার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) র্যাকার এসে ফেরিঘাটের পল্টুন সরিয়ে নেয়। ভাঙন আতঙ্কে ফেরিঘাট এলাকার ব্যবসায়ীরা তাদের দোকান থেকে মালামাল সরিয়ে নিতে শুরু করেছে।
ভাঙন কবলিত এলাকা উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষসহ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্যরা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন।
বিজ্ঞাপন
ফেরিঘাটের স্থানীয় বাসিন্দা মো. চান্দু মোল্লা বলেন, হঠাৎ করেই ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়। ভাঙনে আমার দোকান ঝুঁকিতে রয়েছে। গত কয়েক বছর ধরে শুনে আসছি ফেরিঘাট এলাকায় কাজ শুরু হবে। আজ শুরু হয়, কাল শুরু হয়। এসব কথা বলে দুই বছর অতিক্রম হয়েছে। এ বছরই প্রথম ভাঙন শুরু হয়েছে। পদ্মায় স্রোতে ফেরিঘাট ঠেকানো কষ্ট হয়ে যাবে।
বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন বলেন, পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাট রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মীর সামসুজ্জামান/এমএএস