টেকনাফে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ২
কক্সবাজারের টেকনাফে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- ড্রাইভার মামুন ও জয়নাল।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসাইন জানান, টেকনাফ হাইওয়ে সড়কে কক্সবাজারগামী ‘এ সালাম’ এসি বাস টেকনাফমুখী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ি দুটি জব্দ করে এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের হাসপাতালে পাঠায়।
বিজ্ঞাপন
সাইদুল ফরহাদ/আরএআর