এসএসসির প্রথম দিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১৭১৯
প্রতীকী ছবি।
রাজশাহী শিক্ষাবোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের (এসএসসি) প্রথম দিনের বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ৯১৭ জন পরীক্ষার্থী। তবে পরীক্ষায় শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ড বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ২৭০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন মোট ১ লাখ ৮৮ হাজার ৫৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় বসেছে ১ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। প্রথম দিনেই অনুপস্থিত ১ হাজার ৭১৯ জন। অনুপস্থিতির হার শূন্য দশমিক ৯৮ শতাংশ।
বিজ্ঞাপন
প্রথমদিন সবচেয়ে বেশি সংখ্যক ২৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল রাজশাহীর ৫৩টি কেন্দ্রে।
এছাড়া- সিরাজগঞ্জের ৪৬টি কেন্দ্রে ২৭৯ জন, নওগাঁর ৩৯টি কেন্দ্রে ২৬৬ জন, পাবনার ৩১টি কেন্দ্রে ২৬৬ জন, বগুড়ার ৪২টি কেন্দ্রে ২৫৪ জন, নাটোরের ২৬টি কেন্দ্রে ১৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬টি কেন্দ্রে ১১৪ জন এবং ২৮ জয়পুরহাটের ১৭টি কেন্দ্রে ৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
ফেরদৌস সিদ্দিকী/এমএইচএস