পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা বিএনপির ২১ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তারা।  

এর আগে রোববার (২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ২১ নেতা-কর্মীর জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দুপুরে আদালত থেকে জামিন পাওয়ার পর কাগজপত্র আসতে দেরি হয়। এ কারণে সোমবার তারা মুক্তিলাভ করেন।

জামিনপ্রাপ্ত নেতা-কর্মীদের মধ্যে রয়েছে আজিজুল হক রুমেল, সাইফুল ইসলাম সাগর, মো. আজিজুল হক, হাবিবুর রহমান ওরফে বিল্লাল, ইদ্রিস আলী, আল আমিন, ইমরান মাহমুদ ইমরান, রাজিব আহমেদ ডালিম, তাকবির, আশরাফুল ইসলাম, বজলুল রহমান, মাসুদ মিয়া, মানিক মিয়া,  সজিব শাহ, আবু বক্কর সিদ্দিক, মঞ্জিল মিয়া, শাহরিয়ার আলম মুন্না, ইকবাল হোসেন, মো. শফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

এসকে রাসেল/এমএ