‘আজ যারা নেতৃবৃন্দ আছেন, সবার পাঞ্জাবি দেখে মনে হয়েছে, আরে পাঞ্জাবি কী সুন্দর, না জানি মাঠ কত সুন্দর হবে? কিন্তু আইসে দেখি, মাঠের ঘাস অনেক লম্বা। আমি ইউএনও মহোদয়কে বলব, মাঠ ঠিক করতে তো বেশি টাকা লাগে না। আর যদি ইউএনও আমারে বলেন, এই মাঠটারে ঠিক করতে ব্যারিস্টার সুমনের সহযোগিতা লাগবে, তাহলে যত টাকা লাগবে আমি দেব।’

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসে খেলার শেষে মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমন বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন পাঁচবিবির বাসিন্দা মাছ ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম। এতে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলা অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার সুমন বলেন, আমি বলে যাচ্ছি তিনি (ইউএনও) মাঠটা ঠিক করে দেবেন নাকি আমাকে বলবেন। যদি পাঁচ লাখ টাকা লাগে, আমি তাই দেবো। আপনারা মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু যদি মাঠে একটু কাজ না হয়, তাহলে এই মাঠে ভালো ম্যাচ হবে না। আমার জীবনে প্রথমবার জয়পুরহাটে আসা। আপনারা জানেন, সিলেটে ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক বন্যা হয়েছিল। সেই বন্যায় জয়পুরহাট থেকেও আপনারা আমাদের সহযোগিতা করেছেন। এটার কৃতজ্ঞতা আপনাদের জানাই।

আমি তরুণদের বলতে চাই, আমি মাদক থেকে দূরে থাকছি। পড়াশোনা করে ব্যারিস্টার হইছি। আজ লাখ লাখ টাকা ইনকাম করি। তাই মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। আপনারাও পারবেন।

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকরা মাঠের আশপাশের বাসা-স্কুলের ছাদ, টিনের চালা ও উঁচু গাছের মগডালে অবস্থান নেন। এ সময় মাঠের দক্ষিণ পাশে সমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পরিত্যক্ত একটি ঘরের টিনের ছাউনি ধসে পড়ে দর্শকের চাপে। এ ঘটনায় এক তরুণ মারা যায়।

চম্পক কুমার/এসপি