মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তারা বিদেশি প্রভুদের ইঙ্গিতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এটা যারা সহ্য করতে পারে না, তারা এ ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগ কলাগাছ নয়, পিঠ ঘষতে আসলে আরাম লাগবে, আওয়ামী লীগ হলো মান্দার গাছ, কেউ পিঠ ঘষতে আসলে তারই চামড়া ছিলে যাবে। তাই বুঝে শুনে কথা বলবেন।

শনিবার দুপুরে কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ১৯৭১ সালে রাজাকার ছিলেন। মির্জা ফখরুল নিজেও একাত্তরে ভারতে গিয়েছিলেন কিন্তু ভারতের মুক্তিযোদ্ধারা তাকে বিশ্বাস করেনি। তাকে আটক রাখা হয়েছিল, তার গতিবিধি লক্ষ্য রাখা  হয়েছিল। তাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বা ট্রেনিং কিছুতেই অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তার পিতা ১৬ ডিসেম্বরের পর দেশে থাকতে পারেননি। ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ১৯৭৫ সালের পর দেশে এসেছিল। চট্টগ্রামে গত পরশু বিএনপি মহাসমাবেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তার বক্তব্যে একাত্তরের রাজাকারদের স্লোগান দিয়েছে ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’। আর সমস্ত বিএনপি নেতারা সেই স্লোগানে অংশগ্রহণ করেছেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ মু: আসাদ উল্লাহর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. আনোয়ার হোসেন, মো. সাহাবুদ্দিন ফরাজী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস প্রমুখ বক্তব্য রাখেন।

শিহাব খান/এসকেডি