কক্সবাজারের রামুতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় মরদেহের পাশ থেকে চার লাখ ইয়াবা, একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) রাত ১১টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর লে. কর্নেল মাহাবুব রহমান। নিহত দেলোয়ার হোসেন টেকনাফের উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে।

লে. কর্নেল মাহাবুব রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে রামুর রাবার বাগানের ভেতর দিয়ে ইয়াবা পাচারের খবরে অভিযানে যায় চট্টগ্রাম র‌্যাব-৭-এর একটি দল। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। তখন পাল্টা গুলি চালায় র‍্যাব। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে চার লাখ ইয়াবা অস্ত্র ও দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

মুহিববুল্লাহ মুহিব/এএম/ওএফ