ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে জয়নাল আবেদীন ভূইয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

জয়নাল ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় জয়নালের স্ত্রী নিপা আক্তার আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় সিত্রাং : প্রস্তুতি ও মোকাবিলা জরুরি

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে। রাতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় জয়নালের ঘরের ওপর একটি গাছ পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়।

বাহাদুর আলম/এসপি