মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে : ফখরুল
আওয়ামী লীগ চোর ও সন্ত্রাস নিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দলটি জন্মগতভাবে চোর। তাদের চরিত্রের মধ্যে দুটি জিনিস আছে। একটা চুরি আর অন্যটা হচ্ছে সন্ত্রাস। মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পোঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে নীলফামারী ও দিনাজপুরের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রংপুরের উদ্দেশে রওনা হন।
বিজ্ঞাপন
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না। সবসময় গণতন্ত্রের কথা বললেও মনে প্রাণে তারা বাকশাল চেতনা ধারণ করছে। বিএনপির সমাবেশগুলোতে গণজোয়ার দেখে ভীত হয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিচ্ছে সরকার। যত বাধাই আসুক সমাবেশ সফল হবে। ধর্মঘট দিয়ে কোনো কাজ হবে না।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে গণসমাবেশে যোগ দিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকে ইতোমধ্যে রংপুরে পৌঁছেছেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে শুক্রবার বিকেলে সমাবেশস্থলের মাঠে পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ, যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব (দুলু), সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কৃষক দলের মহাসচিব শহিদুল ইসলাম (বাবুল), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনোকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল প্রমুখ।
এমএ