অসহনীয় লোডশেডিং, তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে রংপুরে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় জেলার কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা।

আর এ সমাবেশের দিন রংপুরে চলমান শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের ঘোষণা দিয়েছে রংপুর মেট্রোপলিটন চেম্বার। 

রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন বলেন, মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলমান রয়েছে। যেহেতু মেলার বিপরীতে পাশের মাঠে সমাবেশ সেজন্য মেলা বন্ধ রাখা হয়েছে। ত্রিশ অক্টোবর রোববার থেকে আবার মেলার সব কার্যক্রম অব্যাহত থাকবে। 

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের এ গণসমাবেশে অংশগ্রহণের জন্য নেতা-কর্মীরা ছুটে আসছেন। পথে পথে তাদের বাধা দেওয়া হচ্ছে। সব বাধা বিপত্তি উপেক্ষা করে তারা আসছেন। আমরা আশা করছি কানায় কানায় পরিপূর্ণ হবে শনিবারের গণসমাবেশের মাঠ। 

এমএ