বগুড়ায় এতিম শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রীতি ফুটবল ম্যাচ
অন্যরকম এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়। নানা আনন্দ আয়োজনে সুবিধাবঞ্চিত, বাবা-মা হারা এতিম শিশুরা অংশ নিয়েছে এই প্রীতি ফুটবল ম্যাচে। মুনলাইট চিলড্রেনস হোম ও সাফল্য শিশু পরিবারের এতিম শিশুদের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেলে বগুড়া জিলা স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রবীণ চিকিৎসক আলহাজ্ব মোজাহারুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীরানা মাহরুখ সমীক্ষা।
এ সময় বক্তব্য রাখেন নাজমুছ সাকিব ফাউন্ডেশনের সভাপতি রওশন আরা বেগম রানী, মুনলাইট চিলড্রেনস হোম এর প্রেসিডেন্ট জান্নাতুল বাকিয়া হক, টিম লিডার জুবায়ের হোসেন, রাফি রেদওয়ান, রেফারির দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার নিয়ামুল গনি চৌধুরী।
বিজ্ঞাপন
খেলায় নাজমুছ সাকিব ফাউন্ডেশন ৩-০ গোলে জয়লাভ করেছে। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে জুবায়ের হোসেন।
আলমগীর হোসেন/আরকে
বিজ্ঞাপন