ভারত থেকে রেলপথে ২৮০০ টন সিরামিক পাউডার আমদানি
রেলপথে ভারতে থেকে বেসরকারি উদ্যোগে ২ হাজার ৮০০ মেট্রিক টন সিরামিক পাউডার আমদানি করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এসব সিরামিক পাউডার আনলোড করা হয়।
এসব সিরামিক পাউডার আমদানি করেছে বগুড়ার পা-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। টাইলস তৈরির কাজে এসব কাঁচামাল ব্যবহার করা হবে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. আব্দুল হামিদ।
বিজ্ঞাপন
জয়পুরহাট রেলওয়ে স্টেশনের মাস্টার হাবিবুর রহমান বলেন, চুয়াডাঙ্গার দর্শনা রেলপথে ভারত থেকে ৪৬টি ওয়াগনে এসব সিরামিক পাউডার আসার কথা রয়েছে। এর মধ্যে ২৩টি ওয়াগন এসেছে। এসব ওয়াগন থেকে মালামাল আনলোড করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির রেলওয়ের ভাড়া গুনতে হয়েছে প্রায় ২০ লাখ টাকা।
পা-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক মো. আব্দুল হামিদ ঢাকা পোস্টকে বলেন, টাইলস তৈরির কাজে এসব সিরামিক পাউডার ব্যবহার করা হবে। ভারতের মহারাষ্ট্র প্রদেশের মুরবি থেকে ২ হাজার ৮০০ মেট্রিক টন সিরামিক পাউডার আমদানি করা হয়েছে।
বিজ্ঞাপন
চম্পক কুমার/আরএআর