যশোরে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি, হটস্পট অভয়নগর
যশোরে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা অব্যাহত রয়েছে। বর্তমানে যশোর জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৪ জন। এদের মধ্যে ৩৪ জনই অভয়নগর উপজেলার বাসিন্দা। ফলে অভয়নগর ডেঙ্গুর হটস্পট বলে মনে করছেন চিকিৎসকরা।
যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট ৭৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি। গত প্রায় এক মাস ধরে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা স্থির রয়েছে। পৌরসভা থেকে মশক নিধন অভিযান করলেও জনসচেতনতার অভাবে ডেঙ্গু পরিস্থিতি কোনোভাবেই উন্নতির দিকে অগ্রসর হচ্ছে না। বর্তমানে যশোর জেলার সরকারি হাসপাতালগুলোতে ৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞাপন
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, ডেঙ্গু পরিস্থিতি পূর্বের অবস্থাতেই রয়েছে। এখন পর্যন্ত কোনো উন্নতি ঘটেনি। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব রকমের চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ যশোর জেনারেল হাসপাতালে একটি করে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে এবং সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ ঢাকা পোস্টকে বলেন, যশোরের ডেঙ্গু পরিস্থিতি আগের মতোই রয়েছে। প্রতিদিন ১৩ থেকে ২০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে ঢাকা ফেরত রোগীও রয়েছে।
বিজ্ঞাপন
এ্যান্টনি দাস অপু/এমজেইউ