ফরিদপুরে ৪ দিন ধরে চিকিৎসক নিখোঁজ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক জাকির হোসেন (৩০) গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৮ ডিসেম্বর তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা হিসেবে যোগ দেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। গত ৮ নভেম্বর হাসপাতালে ডিউটি শেষ করে বাসায় যান তিনি। পরের দিন সহকর্মী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে খুদে বার্তা পাঠান।এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
বিজ্ঞাপন
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির বলেন, ওই চিকিৎসক গত ৮ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে কাজ করেছেন। এরপর বুধবার ভোর ৫টা ৫২ মিনিটে তার মুঠোফোন নম্বর থেকে আমাকে একটি ম্যাসেজ দেন। সেখানে তিনি লেখেন, ‘স্যার আসসালামু অলাইকুম। আমার শাশুড়ি অসুস্থ। এজন্য জরুরি ভিত্তিতে আমাকে ঢাকা যেতে হচ্ছে। আগামীকাল আসতে আমার একটু দেরি হবে।’ এরপর আর তার খোঁজ না মেলায় তার পরিবারের সঙ্গে কথা বলে থানায় একটি জিডি করেছি।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক জাকির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
বিজ্ঞাপন
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় ডা. জাকির হোসেনের বিষয়ে ডা. মহসিন উদ্দিন ফকির ১০ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা করছি। দেশের সকল থানায় তার ছবিসহ বার্তা পাঠানো হয়েছে।
জহির হোসেন/এসপি