পুলিশ বলছে বিএনপি-জামায়াতের তাণ্ডব, স্থানীয়রা বলছেন ভিন্ন কথা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও বোমা ফাটিয়ে বিএনপি-জামায়াত ত্রাস সৃষ্টি করেছে বলে দাবি করেছে পুলিশ। তবে স্থানীয়রা বলছেন, বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা জয়লাভ করায় ভোরে সমর্থকরা টায়ারে জ্বালিয়ে ও পটকা ফাটিয়ে বিজয় উল্লাস করেছে।
পুলিশের দাবি, ওই জায়গা থেকে বিস্ফোরিত বোমার অংশ এবং অবিস্ফোরিত চারটি বোমা উদ্ধার করা হয়েছে। ওই সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর ইট ছুড়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২টি ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানফোরদী-ব্যাপারীপাড়ার মাঝামাঝি এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের আনুমানিক ৩০০ গজের মধ্যে অবস্থিত জয়নগর পুলিশ ফাঁড়ি। ওই ফাঁড়ির পরিদর্শক মামুনুর রশিদ বলেন, এ বিষয়টি ভালোভাবে আমার জানা নেই। বোয়ালমারী থানার ওসি সাহেব ভালো বলতে পারবেন।
বিজ্ঞাপন
জানতে চাইলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াহাব ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নাশকতামূলক এ ঘটনা ঘটেছে। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এটি বিএনপি- জামায়াতের তাণ্ডব।
তিনি বলেন, আমরা খবর পাই বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ইটভাটার সামনে একদল দুর্বৃত্ত টায়ারে আগুন ধরিয়ে এবং বোমা ফাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর ফলে আঞ্চলিক ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল পৌনে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর সড়কের পাশে বিভিন্ন জঙ্গল থেকে ইট ছোড়া হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। পুলিশ ১২টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, পরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল এসে টায়ারের আগুন নেভায়।
কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের বিজয় উল্লাসের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, মহাসড়কে যান চলাচল বন্ধ রেখে এটা কোনো বিজয় উল্লাস হতে পারে না। এটি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার মোল্লা বলেন, পুলিশের ফোন পেয়ে সকাল ৮টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে সড়কের পাশে একটি টায়ার জ্বলতে দেখি। পরে সেটি নিভিয়ে ফেলা হয়।
তিনি বলেন, ওই এলাকায় কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখিনি। কোনো গণ্ডগোল হয়েছে বা গণ্ডগোলের ভাবও দেখা যায়নি। সব কিছু স্বাভাবিক মনে হয়েছে। ওই এলাকা থেকে বোমা উদ্ধার করা হয়েছে- এমন কিছু আমার জানা নেই।
ওই এলাকার চৌকিদার কানফরদী গ্রামের আরব আলী বলেন, পুলিশের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে পুলিশ ছাড়া অন্য কাউকে দেখিনি। তবে যানবাহন চলাচল পুলিশ কিছু সময়ের জন্য বন্ধ করে রেখেছিল।
ওই এলাকাটি সাতৈর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিয়াউল হক। তিনি উপজেলা যুবলীগ এবং জেলা মৎস্যজীবী লীগের সদস্য। তিনি বলেন, এ ঘটনা সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরের বাড়ি বা ইটভাটার সামনে ঘটেনি, ঘটেছে কানফোরদী ও ব্যাপারীপাড়ার মাঝামাঝি মুক্তিযোদ্ধা ফারুকের বাড়ির কাছে।
কানফোরদীর কয়েকজন বাসিন্দা জানান, গতকাল বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-পোলান্ডের খেলা ছিল। খেলায় আজের্ন্টিনা জিতে যায়। ওই দলের সমর্থকরা সকালে সড়কের ওই জায়গায় টায়ারে আগুন দিয়ে আগুন পোহায় এবং পটকা ফাটিয়ে ফুর্তি করে। নিজেদের মনের আনন্দ থেকে এ কাজ করেছে।
বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রতিহত ও বাধাগ্রস্ত করার জন্য পুলিশ দেশের বিভিন্ন জায়গায় নানা ঘটনা ঘটাচ্ছে। পরে মামলা করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের নামে। এ ঘটনাকেও তারা বলতে পারে বিএনপি-জামায়াতের নাশকতা। এমনকি আসামি হিসেবে আমার নামও দিতে পারে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াহাব বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত জোট সারাদেশে নাশকতা সৃষ্টি করছে। আমাদের কাছে প্রাপ্ত গোপন তথ্যে জানা গেছে এ ঘটনাটি ওই নাশকতারই অংশ।
তিনি বলেন, এ ঘটনায় দুর্বৃত্তদের ইটের আঘাতে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল এবং তিন কনস্টেবল ইয়াহিয়া, মহসিনসহ চারজন আহত হয়েছেন। তাদেরকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জহির হোসেন/আরএআর