জয়পুরহাট থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল সীমিত রয়েছে। যাত্রী কম থাকার কারণে বাস চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন গণপরিবহন সংশ্লিষ্টরা।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের বাস কাউন্টারগুলোতে দেখা গেছে, কাউন্টারে টিকিট বিক্রি কম হচ্ছে। ঢাকাগামী যাত্রী কম আসছে। বাসও কম চলাচল করছে।

গণপরিবহন সংশ্লিষ্টরা জানান, শনিবার ঢাকায় বিএনপির সমাবেশ। পথে পথে তল্লাশি করা হচ্ছে। এসব খবর জানার পর যাত্রীরা আতঙ্কে রাজধানী যাওয়া কমে দিয়েছেন। জয়পুরহাট থেকে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, এসআর ট্রাভেলস্, শাহ ফতেহ আলী, এসআই ট্রাভেলস-সহ কয়েকটি পরিবহনের বাস ঢাকায় চলাচল করে। গত কয়েকদিন ধরে ঢাকার যাত্রী কম হচ্ছে। এ কারণে ঢাকায় বাস চলাচল সীমিত করছে। যাত্রী সংকটে শাহ ফতেহ আলী গত দুদিন ধরে বন্ধ রয়েছে। এসআর ট্রাভেলস্ আজ সারাদিনে একটি বাস ঢাকার অভিমুখে যাত্রা করেছে।

হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার শাহ আলম বলেন, যাত্রী কম এ কারণে বাস কমিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে বাস ছাড়লেও সিট ফাঁকা যাচ্ছে। তবে আজ কতটি বাস চলাচল করেছে তার তথ্য দিতে রাজি নন তিনি।

শ্যামলী পরিবহনের এরিয়া ম্যানেজার কার্তিক চন্দ্র বলেন, দিনে ঢাকাগামী ১০টি বাস চলাচল করত। কিন্তু আজ দুটি বাস গেছে। সকালে একটি আর রাতে একটি। বাসের যাত্রী নেই। ৪০ সিটের বাসে মাত্র ১৭ জন যাত্রী ছিল। ২৩ সিটই ফাঁকা ছিল। যাত্রী কমের কারণে বাস চলাচল সীমিত করা করা হয়েছে।

চম্পক কুমার/এসকেডি