মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজবাড়ীতে মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে সদর থানা পুলিশ। 

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বাসসহ ছোটবড় বিভিন্ন যানবাহনে এ তল্লাশি চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন। 

তিনি বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চেকপোস্ট বসিয়ে বাসসহ ছোটবড় যানবাহনে তল্লাশি চালাচ্ছি। যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় আমরা মাঠে রয়েছি।

চেকপোস্ট বসিয়ে তল্লাশির বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, এটা আমাদের রেগুলার রুটিন। আমারা প্রতিনিয়তই ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাই। 

শনিবার ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এ তল্লাশি চালানো হচ্ছে কিনা জনাতে চাইলে তিনি বলেন, ঢাকার বিএনপির সমাবেশের সঙ্গে চেকপোস্ট বসিয়ে তল্লাশির কোনো সম্পর্ক নেই। আমরা যেকোনো ধরনের নাশকতা, মাদক, সন্ত্রাস মোকাবিলায় প্রতিনিয়তই চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে থাকি।

মীর সামসুজ্জামান/এসকেডি