আর্জেন্টিনার খেলা দেখার সময় অসুস্থ, বাড়িতে গিয়ে সমর্থকের মৃত্যু
বাড়িতে স্বজনদের আহাজারি
ফরিদপুরের মধুখালীতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের খেলা দেখার সময় অসুস্থ হয়ে মানবেন্দ্র কুমার সাহা (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। শনিবার (১০ ডিসেম্বর) ভোররাতের দিকে উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে এ ঘটনা ঘটে।
মানবেন্দ্র কুমার সাহা ওই গ্রামের মৃত মনোজ কুমার সাহার ছেলে। তার দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গাজনা বাজারে একটি ওষুধের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অন্যদের মতো মানবেন্দ্র সাহা গাজনা বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের খেলা চলাকালে একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের দেওয়া গোলে খেলা ২-২ গোলে সমতা হয়। পরে মানবেন্দ্র বাড়িতে চলে যান। টাইব্রেকারের চিন্তায় আর খেলা না দেখলেও তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ বিষয়ে গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বলেন, মানবেন্দ্র সাহা একজন আর্জেন্টিনার ভক্ত ছিলেন। রাতে গাজনা বাজারে খেলা দেখছিলেন। টাইব্রেকারের শুরুতেই তিনি প্রচণ্ড টেনশনে অসুস্থ হয়ে পড়েন। খেলা শেষ না করেই বাড়িতে চলে যান এবং বাড়িতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বিজ্ঞাপন
গাজনা ইউনিয়নের সচিব অনন্ত কুমার বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে গাজনা বাজারে একসঙ্গে অনেকে খেলা দেখছিল। হঠাৎ মানবেন্দ্র বুকে ব্যথা অনুভব করলে বাজার থেকে বাড়িতে চলে যান। পরে হাসপাতালে নেওয়ার আগেই ভোররাতে নিজ বাড়িতেই মারা যান তিনি।
গাজনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাতে আমরা একই সঙ্গে খেলা দেখছিলাম। ২-২ গোলে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের সমতা হলে মানবেন্দ্র ঘেমে যান। পরে আমরা তাকে বাড়িতে চলে যেতে বলি। সকালে উঠে তার মৃত্যু সংবাদ পাই।
জহির হোসেন/আরএআর