বগুড়ায় ৫০০ টাকার জন্য প্রাণ গেলো ব্যবসায়ীর
বগুড়ার ধুনট উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পাওনাদারের মারধরে জাকির হোসেন (৩২) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের আব্দুল হামিদের ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাজবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন। তিনি ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে একটি মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। মাস খানেক আগে তিনি মাজবাড়ি গ্রামের মাখলেছার রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের (২২) কাছ থেকে ৫০০ টাকা ধার নেন।
শুক্রবার রাত ৮টার দিকে জাহাঙ্গীর পাওনা টাকা ফেরত নেওয়ার জন্য জাকির হোসেনের মুদি দোকানে যান। জাকির টাকা দিতে না পারায় জাহাঙ্গীরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির তার মুদি দোকান থেকে বেরিয়ে আসলে জাহাঙ্গীর তাকে মারধর করে।
বিজ্ঞাপন
এ সময় জাকির অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে জাহাঙ্গীর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত অবস্থায় জাকিরকে তার শ্বশুরবাড়িতে নেওয়া হলে রাত ১১টার দিকে মৃত্যু হয়। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আলমগীর হোসেন/এসকেডি