সিডিউল বিপর্যয়ের কারণে নীলফামারীর ডোমারের চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেসসহ ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে চিলাহাটি, ডোমার, নীলফামারী ও সৈয়দপুর রেলস্টেশন থেকে ঢাকাগামী সাধারণ যাত্রীরা।

জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতিতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিডিউল বিপর্যয়ের কারণে ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হচ্ছে- টাঙ্গাইল কমিউটার, ঢাকা-চাঁপাই মেইল ট্রেন-৯৯ আপ, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে নীলফামারী রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে প্রায় শতাধিক যাত্রী ফিরে যাচ্ছেন বাড়িতে। স্টেশন থেকে কারো গন্তব্য আবার বাস টার্মিনালে। ঢাকায় জরুরি কাজ থাকায় যেতে না পেরে অনেককেই হতাশ হয়ে স্টেশনেই বসে থাকতে দেখা গেছে।

কচুকাটা এলাকার গার্মেন্টস কর্মী মনোয়ারা বেগমের তিন দিনের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন আজ। তবে যাত্রা বাতিল হওয়ায় টিকিট ফিরিয়ে দিয়ে বাসায় ফিরে যান তিনি। মনোয়ারা বেগম বলেন, তিন দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি এসেছিলাম। আজ যাবো ভেবে টিকিট কেটেছিলাম কিন্তু ট্রেন নাকি বাতিল হয়ে গেছে। এখন আজকে তো বাসও পাবো না। আগামীকাল যেভাবেই হোক অফিসে যেতে হবে।

মোস্তাফিজুর রহমান নামের আরেক যাত্রী বলেন, আমার আগামীকাল সকালে অফিসে জয়েন করার কথা। যদি রাতেই বাস পাই তাহলে যেতে পারবো, না হলে হয়তো চাকরি নিয়ে টানা টানি হয়ে যাবে।

ডোমারের বুলবুল আহমেদ নামের এক যাত্রী বলেন, আমার বোনের মেয়েটা অসুস্থ, তাই বোনের বাসায় যাবো। নিরাপদ যাত্রার জন্য সবসময় ট্রেনে যাতায়াত করি। কিন্ত নীলসাগর ট্রেনের টিকিট কেটে স্টেশনে এসে জানতে পারলাম আজ নাকি ট্রেন চলবে না। এখন আমাকে যেভাবেই হোক ঢাকায় যেতে হবে কিন্ত ট্রেন ছাড়া আমি যাতায়াত করতে পারিনা। খুব সমস্যায় পড়লাম।

এদিকে নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন বলেন, সিডিউল বিপর্যয়ের কারণে আজ ট্রেন চলছে না। এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে ৫৪টি টিকিটি ফেরত নেওয়া হয়েছে। চিলাহাটি, ডোমার, সৈয়দপুর মিলে ৫০০ যাত্রীর যাত্রা বাতিল হয়েছে। হঠাৎ ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় তারা একটু ভোগান্তিতে পড়ছে।

প্রসঙ্গত, সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ি রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি টাঙ্গাইলের সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের সড়ক যোগাযোগও বন্ধ হয়। উদ্ধার কাজ শেষে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শরিফুল ইসলাম/এফকে