আধুনিক কৃষিভিত্তিক পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। ইশতেহারে দুর্নীতিমুক্ত ও নাগরিক মর্যাদা সম্পন্ন সিটি করপোরেশন বিনির্মাণে আধুনিক, পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব মহানগরী গড়ার অঙ্গীকার করে উন্নয়নের ১৭ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন সম্প্রতি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বিদ্রোহী এই প্রার্থী।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর নিউ ক্রস রোডের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌকা-লাঙলের পর স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে ইশতেহার ঘোষণা করেন ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। 

হাতি প্রতীক নিয়ে ভোটযুদ্ধে থাকা এই স্বতন্ত্র মেয়র প্রার্থী বলেন, আমি রংপুরের সন্তান হিসেবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে বাসযোগ্য অত্যাধুনিক নগরী গড়ে তুলতে চাই। নগরবাসীর বেকার সমস্যা সমাধানে আধুনিক কৃষিভিত্তিক শিল্পনগরী গঠন ও পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। আমি নির্বাচিত হলে ইশতেহারের আলোকে নগরীতে বিকল্প রাস্তা, ফ্লাইওভার ও ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম নির্মাণ করে যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের চেষ্টা করব। ফ্রি ওয়াইফাই জোন তৈরি করে বেকার যুবক-যুবতীদের অনলাইন প্ল্যাটফর্মে আয়ের ব্যবস্থা করব।

লতিফুর রহমান বলেন, নির্বাচিত হলে নগরীর শ্যামাসুন্দরী খাল, চিকলী বিল, নাচনিয়ার বিল, কুকরুল কেডি ক্যানেলসহ বর্ধিত ওয়ার্ড বেষ্টিত ঘাঘট নদীকে ঘিরে পরিকল্পনা গ্রহণ এবং হাটবাজারগুলো আধুনিকায়ন করা হবে। সিনিয়র সিটিজেনদের জন্য অত্যাধুনিক হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানো, দরিদ্র ও মেধাবীদের শিক্ষাবৃত্তি, পাইপলাইনের মাধ্যমে আবাসিক গ্যাসের সংযোগ এবং ক্ষুদ্র ও মাঝারী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ঢাকাগামী দিবা ও রাত্রিকালীন ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ, সারাবছর মশক নিধন কার্যক্রম পরিচালনা, মসজিদ-মন্দির, কবরস্থান-শ্মশানে পৃষ্ঠপোষকতা, সামাজিক ও সাংস্কৃতিক এবং খেলাধুলায় প্রজন্মকে সম্পৃক্ত করা, স্বাস্থ্যসেবাসহ দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের জীবনমান পরিবর্তনেই হবে তার সর্বাধিক অগ্রাধিকার বলে ইশতেহারে উল্লেখ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম আসিফুল ইসলাম, দিলীপ ঘোষ, মুহিদ ইবনে ফেরদৌস শান্ত, খোকন সরকার প্রমুখ।

ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন রংপুর মহানগর আওয়ামী লীগের মেট্রোপলিটন কোতোয়ালি থানার সহ-সভাপতি পদে ছিলেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে তাকে গত ৯ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রংপুর জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।  

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এটি রংপুর সিটিতে তৃতীয়বারের মতো নির্বাচন। এতে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর এ সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হলেও এবার পুরো সিটির ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর