ড্রেনের ভেতর ড্রেজারের পাইপ স্থাপন, পয়োনিষ্কাশন ব্যবস্থা ব্যাহত
নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের (নাসিক) ড্রেনে ঠিকাদারের সঙ্গে আঁতাত করে অবৈধ ড্রেজারের পাইপ স্থাপনের মাধ্যমে পয়োনিষ্কাশন কাজে বাধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বন্দর থানা বিএনপির কথিত নেতা মোহাম্মদ আলী নাসিকের ঠিকাদার কামালের যোগসাজসে এসব করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে নাসিকের ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় এই দৃশ্যের দেখা মিলেছে। পয়নিষ্কাশনের মূল ড্রেনে পাইপ স্থাপনের ফলে ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবার দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
নবীগঞ্জ কবরস্থান এলাকায় সরেজমিনে দেখা গেছে, নাসিকের নির্মাণাধীন ড্রেনের ভেতর দিয়ে প্রায় ৮ ইঞ্চি ব্যাসার্ধের অবৈধ ড্রেজার পাইপ স্থাপন করা হয়েছে। এতে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে ওই এলাকার নিচু স্থানে বসবাসরত মানুষ বিপাকে পড়েছেন। এছাড়াও দুর্ভোগের শিকার হচ্ছেন পুরো এলাকার জনগণ। ৩ থেকে ৪ বছর আগে ড্রেন নির্মাণের সময় নাসিকের ঠিকাদার কামালকে ম্যানেজ করে ড্রেনের ভেতর অবৈধ ড্রেজার পাইপ বসান বলে জানা যায়।
বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এ ড্রেন নির্মাণের সময় ঠিকাদার কামালকে টাকা দিয়ে ম্যানেজ করে মোহাম্মদ আলী এই পাইপ স্থাপন করেছেন। সেসময় আমরা এর প্রতিবাদ করলেও কথিত বিএনপি নেতা মোহাম্মদ আলী ও ঠিকাদার কামাল কর্ণপাত করেননি। এই পাইপের জন্য ড্রেন পরিষ্কার করা যাচ্ছে না। ফলে এই এলাকার নিচু স্থানে বসবাসরত প্রায় পাঁচ শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছেন। এখন শীতকাল হওয়ায় কিছুটা রক্ষা হয়েছে, কিন্তু সামান্য বৃষ্টি হলেই এই এলাকা প্লাবিত হয়। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আমরা এই বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর হস্তক্ষেপ কামনা করছি।
বিজ্ঞাপন
তবে অভিযুক্ত কথিত বিএনপি নেতা মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বলেন, আমি অনুমতি নিয়েই ড্রেজার পাইপ বসিয়েছি। এই রাস্তা ও ড্রেন আমার নিজের সম্পত্তির ওপর দিয়ে গেছে। জনগণের সুবিধার্থে আমি জায়গা দিয়েছি। আর এই ড্রেনে পাইপ তো আজকে বসানো হয়নি, ৩ থেকে ৪ বছর আগে বসানো হয়েছে। এতদিন কারো কোনো সমস্যা হলো না?
নাসিকের ঠিকাদার মো. কামালের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগোযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মো. আবুল কাউসার আশা ঢাকা পোস্টকে বলেন, ড্রেনের ভেতর দিয়ে পাইপ স্থাপনের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে ডেকে পাঠিয়েছি। স্থানীয়দের সামনে রেখেই এই সমস্যা দ্রুত সমাধান করা হবে।
আবির শিকদার/এমজেইউ