ঘন কুয়াশার কারণে পদ্মা সেতুতে পরপর তিন বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ১৯নং পিলারের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, সকালে পদ্মা সেতু ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা ছিল। বেলা ১১টার দিকে ঢাকামুখী লেনের ১৯ নং পিলারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়তপুর সার্ভিস, মেঘনা ট্রাভেলস, টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামের তিনটি বাস পেছন থেকে পরপর ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় মেঘনা ট্রাভেলস ও শরীয়তপুর সার্ভিস বাসের সামনের অংশ ও টঙ্গীপাড়া বাসের পেছনের অংশ। এতে আহত হন কমপক্ষে পাঁচজন যাত্রী। বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর যাত্রীরা অন্য বাসের সহযোগিতায় গন্তব্যে চলে যান। 

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা ঢাকা পোস্টকে বলেন, পদ্মা সেতুতে দুর্ঘটনায় আহত বাশার নামে এক কিশোর আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। তার বয়স ১৬ বছর। অন্য আহতদের আমাদের হাসপাতালে আনা হয়নি। আহত বাসারের বাড়ি শ্রীনগর উপজেলার শিমপাড়া গ্রামে।

পদ্মা সেতু উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন , একটা বাস আরেকটা বাসের পেছনে ধাক্কা দিয়েছে। এটা পদ্মা সেতুর উত্তরে নয়, দক্ষিণ প্রান্তের ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ব.ম শামীম/আরএআর