হবিগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
হবিগঞ্জের মাধবপুরে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেজুড়া গ্রামের রেনু মিয়ার ছেলে অটোরিকশা চালক নয়ন মিয়া (৩৮) ও উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের মহারাজ মিয়ার ছেলে ফটিক মিয়া (৪০)।
বিজ্ঞাপন
আহতরা হলেন- অসিম (৪০), রিপন (৩৫) ও প্রদীপ (৩৫)। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত তিনি জানাতে পারেননি।
বিজ্ঞাপন
আজহারুল মুরাদ/আরএআর