নজরুল বিশ্ববিদ্যালয়
বিজয় দিবসের অনুষ্ঠানে যেতে ডাকাডাকি নিয়ে শিক্ষার্থীকে মারধর
বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে ঘুম থেকে ডাকাডাকিকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, শুক্রবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার জন্যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি লিটনের অনুসারী তুষার শিক্ষার্থীদের ডাকাডাকি করতে থাকেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী মাছুদের রুমে গিয়ে ডাক দিলে তিনি যেতে অস্বীকৃতি জানালে তুষার তাকে চড় মারেন।
বিজ্ঞাপন
পরে শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে জুমার নামাজে চলে গেলে মাছুদ তার দলবল নিয়ে ৪১৬ নম্বর রুমে থাকা নাট্যকলা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তুষারের ওপর হামলা ও মারধর করে মাথায় আঘাত করেন। এ সময় রুমের আশপাশে থাকা হলের শিক্ষার্থীরা এসে তুষারকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে যায়।
এ ব্যাপারে সঙ্গীত বিভাগের শিক্ষার্থী মাছুদ বলেন, আমার নামে হলে কোনো রুম বরাদ্দ না থাকায় আমার বিভাগের বড় ভাই রিপনের রুমে অবস্থান করছিলাম। ভোরে হলের তুষার ভাই আমার রুমে এসে আমাকে ঘুম থেকে তুলে চড়থাপ্পড় মারতে থাকে আর বলে- ছাত্রলীগের অনুষ্ঠানে না গিয়ে এখানে শুয়ে আছিস কেন। এখান থেকে বের হয়ে যা বলে আমাকে রুম থেকে বের করে দেন। আসার সময় দর্শন বিভাগের প্রান্ত ও ব্যবস্থাপনা বিভাগের উৎসের সঙ্গে দেখা হলে তাদেরকে ঘটনাটি বলি। পরে তারা আমাকে নিয়ে অনুষ্ঠান শেষে বিষয়টি নিষ্পত্তির জন্য তুষারের রুমে গেলে আমাদের দরজা লাগিয়ে আটকে দেয়। পরে আমার বন্ধুদের ফোনে জানালে তারা এসে রুমের দরজা ভেঙে আমাকে উদ্ধার করে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, এরা ছাত্রলীগের কেউ না, এরা দুষ্কৃতকারী। এমন হামলা আমরা মেনে নেব না। প্রশাসনকে আমরা দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।
এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জল কুমারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, মহান বিজয় দিবসে যেখানে সারাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ, সেখানে আমার ক্যাম্পাসে এ ঘটনা দুঃখজনক ও অনভিপ্রেত। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উবায়দুল হক/আরএআর