শরীয়তপুরে ২ কিলোমিটার জাতীয় পতাকা নিয়ে র্যালি
শরীয়তপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে দুই কিলোমিটার জাতীয় পতাকা নিয়ে র্যালি করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালির উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান রাশেদের নেতৃত্বে র্যালিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ ছাত্রলীগের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান রাশেদ বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহিদের রক্ত, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন আজ। যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমরা দুই কিলোমিটার পতাকা তৈরি করেছি এবং র্যালি করেছি।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/আরএআর