মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের মাটি ধসে গেছে। এতে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

রোববার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন। তিনি বলেন, শনিবার সন্ধ্যা থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। একইসঙ্গে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে। চৈত্রঘাট বাজার সংলগ্ন এই সেতুটি ব্রিটিশ আমলে নির্মিত। সড়কটি দ্রুত মেরামতের কাজ চলছে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার সংলগ্ন ধলাই নদীর ওপর নির্মিত ব্রিজের দক্ষিণ পাশের সংযোগ সড়কের মাটি ধসে গেছে। এতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

ওমর ফারুক নাঈম/এসপি