পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাজা
পঞ্চগড়ে বিএনপি নেতা আব্দুল রশিদ আরেফিনের মৃত্যুতে ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপি অফিসের সামনে এ জানাজার নামাজ হয়। নামাজে জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, গতকাল শনিবার পঞ্চগড়ে পুলিশের গুলিতে আমাদের একজন বিএনপি নেতা শহীদ হয়েছেন। সেই সঙ্গে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হোন। এ সরকার ভোলা থেকে পুলিশ দিয়ে হত্যা শুরু করে পঞ্চগড়ে এখন পর্যন্ত নয়জনের প্রাণ কেড়ে নিল। তবে আমরা পিছপা হবো না। এ সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথ ছাড়ব।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে সারাদেশের ন্যায় জেলা বিএনপির কার্যালয় থেকে বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পঞ্চগড় বিএনপি।
এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপি চলা এ সংঘর্ষে পুলিশ বিএনপি নেতাকর্মীদের দিকে রাবার বুলেট, টিয়ারশেল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় বিএনপি নেতাকর্মীরাও ইট পাটকেল ছুঁড়ে।
বিজ্ঞাপন
এ ঘটনায় বোদার ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফিন মারা যান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধ-শতাধিকেরও বেশি আহত হয়েছেন।
এম এ সামাদ/এমএএস